আলফাডাঙ্গাতে জুয়া খেলার প্রতিবাদ করায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ১নং বুড়াইচ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শৈলমারী গ্রামের অসিত কুমার মৃধাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এবিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,একই গ্রামের স্বাধীন শেখ (৪৫) একজন পেশাদার জুড়ারি।সে এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে লোকজন এনে জুয়া খেলার আসর বসায়।
বিষয়টি গ্রামবাসীর সকলে একত্রিত হয়ে তাদের মেম্বার অসিত কুমার মৃধার মাধ্যমে থানা পুলিশকে অবগত করে।বিষয়টি অবগত হয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ শুক্রবার বেলা ১টার সময় স্বাধীনের নিজ বসত ঘরে জুয়া খেলার সময় আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালালে বিষয়টি বুঝতে পেরে স্বাধীন সহ তার সাথের সকলে পালিয়ে যায়।
ঐদিন বিকালে ঐ ইউপি সদস্য মধুমতি নদীর তীরে খেলার মাঠে টিকরপাড়া বনাম পাড়াগ্রাম মধ্যকার ম্যাচের ফুটবল খেলায় অতিথি হিসাবে খেলা দেখতে গেলে সেখানে জুয়াড়ি স্বাধীন সহ তার সাথে অজ্ঞাতনামা কয়েকজন উপস্থিত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।
এসময় তার সাথে থাকা অপর এক মেম্বার পলাশ মাহমুদ ও রিয়াজ মুস্তাফিজ জানায়,হঠাৎ স্বাধীনসহ আরও কয়েকজন এসেই অসিত মেম্বারকে বলে “তুই থানা পুলিশকে এনে আমাকে ধরানোর চেষ্টা করছিস,আজ তোর রেহাই নাই” বলে শার্টের পকেট থেকে ধারালো চাকু বের করে স্টেপ করতে গেলে তাৎক্ষণিক উপস্থিত দর্শক এগিয়ে আসলে তারা ব্যর্থ হয়ে বলে তোর রেহাই নাই তোকে আমি খুন করে ফেলিবো বলে দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে এলাকার কয়েকজন ব্যক্তি স্বাধীন সম্পর্কে বলেন, ও আমাদের গ্রামের বিপদ।ওকে নিয়ে আমরা গ্রামের মানুষ অশান্তিতে বাস করছি।ওর জন্য গ্রামের আরও ব্যক্তিরা নষ্ট হচ্ছে।
গ্রামের এক মুরব্বী জানায়, স্বাধীন একজন সন্ত্রাসী ও নেশাখোর। সে এর আগে দুজন ব্যক্তির মাথা ফাটিয়েছে। কিছুদিন আগে তার চাচাতো ভাই মনির শেখের স্ত্রীর মাথা ফাটিয়েছে।এছাড়াও পাশের গ্রামের টিকরপাড়ার আকরাম মিয়ার মাথাও ফাটিয়েছে এই স্বাধীন।
এবিষয়ে স্বাধীন শেখের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি খুব অসুস্থ আছি।কথা বলতে পারছি না।তিনবার স্ট্রোক করেছি বলে ফোন কেটে দেয়।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করীম বলেন,আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে