মো. মুজাহদিুল ইসলাম নাঈম: সরকারি-বেসরকারি ও আধাসরকারি সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে।
মেলা উপলক্ষে বেলা তিনটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে আলোচনায় সভায় অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন এম এম জালাল উদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কুদ্দুস খান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোনোয়ারা ছালাম প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি ও আধাসরকারি ৪১টি দপ্তরসহ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ ও পাঠকপ্রিয় জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ এবং সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’ অংশগ্রহণ করেছে। মেলায় প্রতিটা স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।