স্টাফ রিপোর্টার : আজ ৭ জানুয়ারী দুপুর ২:৩০ মিনিটে নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি ও ভারপ্রাপ্ত তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান
কেন্দ্রীয় বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের নিদের্শনায় সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি: রোকমুনুর জামান রনি এবং বনপা’র সদস্য,আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক, বহুল প্রচলিত অনলাইন নিউজ পোর্টাল বার্তাকন্ঠ.কম এর সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদকে তাঁর অফিসে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
সে সময় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ও বনপা’র কার্যক্রম নিয়ে বনপা নেতৃবৃন্দের সাথে তথ্যপ্রতিমন্ত্রী ও সচিব মহোদয় মত বিনিময় করেন।