ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের টিটা গ্রামে মধুমতি নদী ভাঙ্গন কবলিত চর এলাকার শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মো. জাহাঙ্গির হোসেনের মৎস খামার ও সবজি বাগান প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় এর নেতৃত্বে একশত জন হতদরিদ্রর মাঝে এ শীতবস্ত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দীন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন, ইউপি সদস্য তবিবুর রহমান টুলু খান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।