পরশ উজির:- মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে “নেশা মুক্ত সমাজ গড়ি এসো সবাই খেলা ধুলা করি”এই লক্ষে “ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশনের” সচেতন যুবকেরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
মাদকের কড়াল গ্রাসে এক শ্রেণীর যুব সমাজ যখন দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, ঠিক তখনই সমাজ থেকে মাদক নির্মূলের ব্রত নিয়ে কাজ করে চলেছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার “ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশনের” একদল ক্রীড়াপ্রেমী সচেতন যুবক। আর মাদক নির্মূলের প্রধান হাতিয়ার হিসেবে ক্রীড়াকেই বেছে নিয়েছেন এসকল যুবকেরা। তাদের বিশ্বাস যে যুবক অন্তর থেকে খেলাধুলাকে ভালোবাসে, সে কখনো মাদকের সংস্পর্শে যেতে পারে না। তাই “ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশন”নামে একটি ক্লাবে একতাবদ্ধ হয়ে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করে চলেছেন এসকল ক্রীড়াপ্রেমী যুবকেরা।
“ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশন” এর সকল সদস্যরা কাশিয়ানী নিউজ ২৪ কে বলেন, মাদকের কড়াল গ্রাসে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। কিন্তু আমরা আমাদের যুবক ভাইদের জীবনকে ধ্বংস হতে দিবো না। মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষে আমরা কাজ করে চলেছি। আমরা “ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশন” ক্লাবের সাথে যারা জড়িত রয়েছি তারা সকলেই খেলাধুলাকে ভালোবাসি। তাই আমরা খেলাধুলার মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করবো। আমাদের বিশ্বাস যে যুবক খেলাধুলাকে অন্তর থেকে ভালোবাসে, সে কখনো মাদকের সংস্পর্শে যেতে পারে না। তাই যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করি।
“ভাটিয়াপাড়া ওয়েলফেয়ার ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশন” ক্লাবের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদক নির্মূলের উদ্দেশ্যে কাজ করার জন্য সমাজের সকল শ্রেণীপেশার মানুষের প্রতি অনুরোধ জানান।