স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নে নৌকার মাঝি হলেন তরুন সমাজ সেবক, ফরিদপুর জেলা ছাত্রলীগের অন্যতম সহ-সভাপতি ইনামুল হাসান।
শুক্রবার সন্ধা ৭টায় গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় । সভায় ইনামুল হাসানকে গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।