মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ড।
শুক্রবার সন্ধা ৭টায় গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় আসন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন- আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, ও চেয়ারম্যান পদে গোপালপুর ইউনিয়ন পরিষদে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউপি আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইনামুল হাসান, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে আব্দুর রাজ্জাক ও বুড়াইচ ইউনিয়ন পরিষদে উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলা রানা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।