উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমতাজ আল শিবলী জানান, ২০১৬ সালে ৬ এপ্রিল আলফাডাঙ্গা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। এ কারণে আলফাডাঙ্গা সদর, বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নের অংশ বিশেষ পৌরসভায় অন্তর্ভুক্ত হলে ওই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
তিনি বলেন, এ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর। পৌর নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর দুইদিন হলেও ইউপি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী বাছাই শুধু ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর।
এদিকে তফসিল ঘোষণায় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পৌরসভার প্রথম মেয়র কে নির্বাচিত হবেন এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের কৌতুহল বেশি। পৌরসভার মোট ওয়ার্ড ৯টি ও ভোটার সংখ্যা প্রায় ১১ হাজার।
।