ফরিদপুরের আলফাডাঙ্গায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মো. আরশেদ নামে এক দপ্তরিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তী রুপা রায় এ আদেশ দেন।
দণ্ডিত মো. আরশেদ মিয়া আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের দপ্তরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরে অবস্থিত এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার আইসিটি পরীক্ষা চলার সময়ে ওই বিদ্যালয়ের দপ্তরি মো. আরশেদ মিয়া নকল সরবরাহ করছিল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।