স্টাফ রিপোর্টার: রাজধানীর মৌচাক এলাকায় ছিতাইয়ের শিকার হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিক। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের কবলে পড়া দুই সাংবাদিক হলেন ক্রাইম রিপোর্টার আশিক আহমেদ এবং মফস্বল সম্পাদক লিয়াকত আমিনী।
সাংবাদিক আশিক আহমেদ জানান, অফিস শেষে ইস্কাটন থেকে তারা খিলগাঁও যাচ্ছিলেন ওষুধ কিনতে। মৌচাকের ফরচুন শপিং মলের সামনে যাওয়া মাত্র ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানান আশিক আহমেদ।