স্টাফ রিপোর্টার: আজ বুধবার ২৫ অক্টবর বিকাল ৩টা পাঁচ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে তৌকির-তানিয়ার টেলিফিল্ম ‘ভিতর বাহির’। জাকারিয়া সৌখিনের রচনায় টেলিফিল্মটির পরিচালনা করেছেন আলমগীর রুমান।
টেলিফিল্মটির পরিচালক আলমগীর রুমান ‘আলফাডাঙ্গা নিউজ২৪’কে জানান, নাজিম এবং লিলি স্বামী স্ত্রী। নাজিম চাকরিজীবী। লিলি গৃহিণী। নাজিম লিলিকে প্রচন্ড ভালোবাসে। লিলিও নাজিমকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু লিলি নাজিমকে ভালোবাসার পাশাপাশি সন্দেহও করে।
লিলির ধারনা বিয়ের তিন বছর পর থেকে পুরুষদের পর-নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায়। তাই তার স্বামীর প্রতি এই সন্দেহ তৈরি হয়। এই কারণে একসময় নাজিম লিলির কাছ থেকে স্বাধীনতা চায়। লিলি যেন নাজিমকে নাজিমের মতো বাঁচতে দেয়। এতে লিলির সন্দেহ আরো বেড়ে যায়। হঠাৎ তাদের দুইজনের মধ্যে প্রবেশ করে ঝিমি। শুরু হয় ঝগড়া, রাগ, মান-অভিমান। হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় তাদের ভালোবাসা। এমন দৃশ্যগল্পে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ভিতর বাহির’।
এতে নাজিম চরিত্রে অভিনয় করছেন তৌকির আহমেদ। অন্যদিকে লিলি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। ঝিমি চরিত্রে আছেন শাহতাজ।