বাংলাদেশ পুলিশ দেশে প্রথমবারের মত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ বছর প্রিন্ট মিডিয়া ক্যাটারগরিতে সেরা রিপোর্টের জন্য আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার ছেলে দৈনিক আমাদের সময়ের অপরাধ বিষয়ক প্রতিবেদক হাবিব রহমান। তিনি ২০১৬ সালে দৈনিক আমাদের সময় পত্রিকায় নকল ওষুধের ওপর সিরিজ প্রতিবেদনের জন্য এ আইজিপি মিডিয়া অ্যওয়ার্ড পান।
অ্যাওয়ার্ড তুলে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ উপস্থিত অতিথিরা।
আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ডে দেওয়া হয়েছে একটি ক্রেস্ট, একটি সনদ এবং এক লাখ টাকা।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌস এবং এটিন বাংলা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা শামীম আরা মুন্নী।
আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং একুশে টেলিভিশের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাংবাদিকদের অনেক অনুসন্ধানী প্রতিবেদন পুলিশের কাজকে সহজ করে তোলে।
মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। পুলিশ এবং মিডিয়া কর্মীদের যুগলবন্দি করার জন্য আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এটা নিয়মিত দেওয়া হবে।
অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সিনিয়র সাংবাদিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।