স্টাফ রিপোর্টার: আসন্ন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফার এর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার এক নং ওয়ার্ডের একাংশ বুড়াইচ মধ্যপাড়ার গন্যমান্য ব্যক্তিবর্গের আয়োজনে বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদুল আলম শিকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম এর পরিচালনায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আরিফুজ্জান চাকলাদার আপেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ।
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদুল আলম শিকদার সকলের উদ্যেশ্যে বলেন, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপলক্ষে আজ পর্যন্ত আমাদের নিকট সাইফুর রহমান সাইফার ছাড়া অন্য কেউ কোনদিন বলেনও নাই, কেউ কখনও আসেনও নাই। তিনি বলেন, সাইফার আমাদের পাশে সূখে দুঃখে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
বক্তব্যে ফরিদুল আলম শিকদার সকলকে এক সাথে দলবল নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সাইফারের জন্য কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত সকলেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে করতালির মাধ্যমে প্রার্থী সাইফুর রহমান সাইফারকে সামনের দিকে এগিয়ে যেতে এবং তাকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সভার প্রধান অতিথি মেয়র প্রার্থী সাইফুর রহমান সাইফার বলেন, আমি বিগত দিনে আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ্ । তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন পৌর নির্বাচনে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমাকে মেয়র নির্বাচিত করে বিগতদিনের ন্যয় বাকী জীবনও আপনাদের সূখে-দুঃখে পাশে থাকার সূযোগ দিবেন।