পরিবর্তন
এম এম লিয়াকত হোসেন ( লিটন )
আছে ফুটপাথ জেব্রাক্রোসিং, ফুট ওভারব্রিজ
তবু হই না পারাপার
করি তাড়াহুড়ো, বলি বাঁচা খুড়ো
হই দুর্ঘটনার শিকার।
করি বহুতল ভবন, মানিনা নিয়ম কানুন
নিচে পলিথিন কাড়ি কাড়ি
থ্রী স্কেল ভূমিকম্প, করি লম্ফ ঝম্ফ
আহা ধসে পড়েছে বাড়ি।
আমি রুষ্ঠ, হই পথ ভ্রষ্ট
মাদক করছি সেবন
আমি কর্তাব্যক্তি, আছে মোর শক্তি
বিপথে তরুণ তরুণীর জীবন।
আমি ড্রাইভার, ভল্বো- নোয়ার
গাড়ী হাকি হান্ড্রেট বেগে
পথচারী কর্দোমাক্ত, ক্ষোভে স্তব্ধ
বোবা বনে যায় রেগে।
আমি নেতা, পাক্কা মোর কথা
এলাকার করব কাজ
চেয়ার দখল, চামচা সকল
আসল বেলায় মূসল ফাঁকিবাজ।
আমি ক্ষমতাধর, আমি অফিসার
টেবিলে ঘুরাই ফাইল
আছে কত শত আইন, আমিই শাইন
গ্রাহক হয়েছে কাহিল।
আমি ট্রাফিক, নিয়ম মাফিক
ট্রাক থামাই নিয়ন বাতির তলে
যত্রতত্র লাইসেন্স, আর কাগজ পত্র
গাড়ী সমগ্র বাংলাদেশ চলে।
আমি হকার, নইতো বেকার
করছি যে হাক- ডাক
শ্রান্ত দেহ- মন, শব্দ দূষন
ও ভাই বিজ্ঞাপনেই থাক।
কলা- জাম্বুরা, আমড়া- পেয়ারা
খোসা ফেলেছি পথে
ব্যস্ত শহর, অপরিচ্ছন্ন নগর
মশার উপদ্রব বেড়েছে তাতে।
আমরা জনতা, জনতা সাধারণ
আসুন হই সচেতন
গড়ব এ দেশ, হাতে হাত রাখি
করব মানসিকতার পরিবর্তন।