ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী স্মৃতি খানম। সে বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে কামাল খানের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এ সময় খুলনা জেলা থেকে কনের বাড়িতে আসা বর সাগর মিয়া ও কনের পিতা কামালকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে বিয়ে না দেয়া মর্মে উভয়ের অভিভাবকের নিকট থেকে মুসলেকা নিয়ে তিনি তাদের ছেড়ে দেন।