সড়ক দুর্ঘটনায় আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম গুরুতর আহত হয়েছেন।
বুধবার বেলা ১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গা নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় তার মুখ, হাত ও ডান পাঁয়ের বিভিন্ন স্থান ফেটে গেছে।
মুজাহিদুল ইসলাম নাঈম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার প্রতিনিধি।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন করতে মটর সাইকেল যোগে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারী ও মধুখালী যাওয়ার সময় রাস্তার মাঝ দিয়ে একটি বাচ্চা দৌড় দেয়। এসময় বাচ্চাকে বাঁচাতে গিয়ে স্লিপ করে নিজেই পড়ে যান। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোর পর তার স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়।
তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।