আলফাডাঙ্গা নিউজ২৪ |
বিভাগ :
অপরাধ ও দুর্নীতি,
সর্বশেষ খবর,
সারাদেশ |
প্রকাশের তারিখ : অক্টোবর, ১০, ২০১৭, ১১:০৬ অপরাহ্ণ |
নিউজটি পড়া হয়েছে :
193345 বার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান ওরফে লিটুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ওই নোটিশে দেওয়া হয়।
গত শনিবার রাতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লিটুর মালিকানাধীন শরীফ ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ রাখার ফ্রিজে ইলিশ মাছ পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান লিটু আদালতের বিচারক ইউএনও রওশন আরা পলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আদালত পরিচালনায় বাধা সৃষ্টি করেন।

এ ঘটনাটি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে তার সূত্র ধরে জেলা প্রশাসক এ কারণ নোটিশ প্রদান করেন। এ ব্যাপারে ইউএনও রওশন আরা পলি বলেন, “শরীফ সেলিমুজ্জামান লিটুকে দেওয়া জেলা প্রশাসক মহোদয়ের কারণ দর্শানোর নোটিশের একটি কপি আমিও পেয়েছি।”
যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, “কারণ দর্শানো নোটিশ এখনো হাতে পাইনি। সে দিনের ঘটনার পর গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বসে ইউএনও’র সঙ্গে ঘটনার মীমাংসা করে দিয়েছেন।”