ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে শরীফ ফার্মেসী নামে এক ঔষধের দোকানে অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ঔষধ রাখার ফ্রিজে মাছ রাখার অপরাধে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড রওশন আরা পলি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শরীফ ফার্মেসির মালিক বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুকে এ অর্থদন্ড দেন।
জানা যায়, শরীফ ফার্মেসীতে শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড রওশন আরা পলির নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ।
এ সময় অবৈধ যৌন উত্তেজক ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ঔষধ সংরক্ষণ করা ফ্রিজে মাছ রাখার অপরাধে জরিমানা করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালনে বাদ সাধেন স্থানীয় সাংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের আস্থাভাজন বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু ।
ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধাদান করায় নির্বাহী ম্যাজিস্ট্রেড শরীফ সেলিমুজ্জামান লিটুকে দুই লক্ষ টাকা জরিমানা ও মালিকের দুই বছরের জেলের সিদ্ধান্ত নিলে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের অনুরোধ ও ঐ যুবলীগ নেতা ক্ষমা প্রার্থনাসহ ভবিষ্যতে এমন অনিয়ম হবে না মর্মে মুচলেকা প্রদান করলে অবৈধ যৌন উত্তেজক ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ঔষধ রাখার ফ্রিজে মাছ রাখার অপরাধে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় শরীফ সেলিমুজ্জামান লিটু সম্প্রতি বিভিন্ন অবৈধ ঔষধ আমদানি করে বিক্রি করে আসছেন । একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ।