ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইছ ইউনিয়নে একটি মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ওই ছাত্রীর সহপাঠী রুবেল ওরফে কয়েল ও তার দুই বন্ধু আকিদুল, জিহাদ কাজীকে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বোয়ালমারী উপজেলার বড়গা পুরাতন বাজারের পাশে চারঘাট থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গণধর্ষণ করে আসামিরা। পরে স্থানীয় লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। শুক্রবার সকালে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল করিম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।