রিয়াজ মুস্তাফিজ: শিল্প ভুবনের ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে স্বজন সংবর্ধনা জানিয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য সংগঠন উৎস নাট্যদল।
গত রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই স্বজন সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বরেণ্য গুনি ব্যক্তিত্ব ও শিল্প ভুবনের নক্ষত্রদের মেলা বসেছিল।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নাট্যদল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন লিয়াকত আলী লাকীকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিল।
উক্ত অনুষ্ঠানে উৎস নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সংগঠনটির সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম (রাসেল)।
এসময় উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদলের সভাপতি নাট্য ব্যক্তিত্ব মামুন-অর-রশিদ, রামেন্দ্র মজুমদার, আতাউর রহমান, কবি নির্মলেন্দু গুন, গিয়াস উদ্দিন সেলিম, আক্তারুজ্জান, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, মান্নান হীরাসহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গগন।