আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১জানুয়ারী মঙ্গালবার সকাল ১০টার দিকে উপজেলার বুড়াইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এ,কে,এম রওনক আরা বেগম।
এ সময় সহকারী শিক্ষা অফিসার মুন্সি রুহুল আসলাম উপস্থিত ছিলেন। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার।
উল্লেখ্য ইউনিয়ন পর্যায় থেকে প্রতি ইভেন্টে ক এং খ বিভাগ থেকে ৬ ইউনিয়নের ৬ জন, এব্ং পৌর-সভা থেকে ১জন এ প্রতিযোগিতায় অংশ নেয়। খ বিভাগ থেকে প্রতি ইভেন্টের বিজয়ীরা আগামী কাল জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।
31/01/2017, 8.05 pm