ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম নিবাসী ও শুকুরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার আছর নামাজের পর কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠে প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের জানাজার পর কামারগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনসহ গণ্যমান্য অনেকেই অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে মো. রবিউল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি উপজেলার কামারগ্রামের সাবেক শিক্ষক আব্দুস শুকুর মিয়ার পুত্র।