“আসুন সবাই মিলে শীতার্থদের পাশে দাঁড়াই” স্লোগানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রামে হেলথ এন্ড এডুকেশন ফর দি আন্ডারপ্রিভিলাইজ্ড পিপল (হেলপ) এর সৌজন্যে এক হাজার জন অসহায় ও গরিবকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির (বাবু)।
আরও উপস্থিত ছিলেন, হেল্প এর পরিচালক বিথীকা বিশ্বাস, বানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী হারুন-অর রশিদ (টুনু), কোবিকো লিঃ এর জেনারেল ম্যানেজার অশক কুমার বিশ্বাস, আলফাডাঙ্গা থানার এস আই মোঃ সিরাজুল ইসলাম ও এস আই মাসরুল আলম প্রমুখ।