কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ২১ রোগীর বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করা হয়েছে। তাদের সকলকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেয়া হয়েছে।যার ফলে এই ২১ জন ফিরে পেল দৃষ্টি শক্তি।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ আরুন কান্তি বিশ্বাস বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের পর্যবেক্ষন করেন এবং তাদের খোজ খবর নেন। তিনি সকলকে আস্যস্থ করেন সকলের সার্জারি সুষ্ঠ ভাবে সম্পুর্ন করা হয়েছে। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ যানান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন প্রখ্যাত চক্ষু সার্জন প্রফেসর ডা. রাহাত আনোয়ার চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী – ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু।
এর আগে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৫শ জন। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।গত ২৮ ও ২৯ নভেম্বর দুইদিন ব্যাপি এই সেবা প্রদান করা হয়।গত ২৮ নভেম্বর সোমবার উপজেলার কামারগ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্পের উদ্বোধন করা হইয়েছিল।
সাপ্তাহিক ‘এই সময়’ ও ঢাকাটাইমস’র সম্পাদক আরিফুর রহমান দোলন এতে পৃষ্ঠপোষকতা করছেন। তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
৫শ রোগীর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করে ৪২৫ জনকে ওষুধ, ১৫০ জনকে চশমা দেয়া হয়েছে।গতকাল বুধবার রাতে ফরিদপুর পূর্বখাবাসপুরে অবস্থিত বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে বাছাই করা ২১ জন রোগীর বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করা হয়েছে।বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন এবং অপারেশন করেন- প্রখ্যাত চক্ষু সার্জন প্রফেসর ডা. রাহাত আনোয়ার চৌধুরী। প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু।
শেষে আজ বিকালে রোগীদের অপারেশন পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে পরে তাদের প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করে তাদের নিজ নিজ বাড়ি পৌছে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, তরুণ সমাজসেবক আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান,তরুণ সমাজসেবক মাহাবুব হাসান, গোপালপুর ২নং ওয়ার্ড সভাপতি খান কামরুল ইসলাম ফজর, গোপালপুর ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলাউদ্দিন আলী মিয়া, আবিদুর রহমান প্রমুখ