ফরিদপুরের আলফাডাঙ্গায় জুয়া খেলার অপরাধে সাত জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের বেড়িবাধের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে উপজেলার কুসুমদী গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ লিয়াকত আলী (৭০), ফলিয়া গ্রামের শামিম মন্ডল (৪৫), রনি (২২), রাজু (২২), আলফাডাঙ্গা গ্রামের পান্নু মোল্যা (৩৮) ও পার্শ্ববতী বোয়ালমারী উপজেলার তাহাজ্জত হোসেন (৪৫) জুয়া খেলছিলো।
এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের জুয়া আইনে আদালতে পাঠান। পরে আসামি পক্ষ জামিন চাইলে বিচারক অর্থদ- দিয়ে জামিন মঞ্জুর করেন।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম ‘ঢাকাটাইমস’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।