এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টিভি নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বড় সংগঠন শিল্পী সংঘের নির্বাচনে ভোটগ্রহণ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ভোটকেন্দ্রে সকাল ১০টা থেকে একে একে জড়ো হন নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা। বর্ষীয়ান শিল্পী থেকে শুরু করে তরুণ অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
তাদের একজন অভিনেতা তারিক আনাম খান। বলেন, ‘প্রায় ১৬ বছর পর শিল্পীরা একটি প্লাটফর্মে এসে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা অনেক বড় সুখবর। ভোটে যারা নির্বাচিত হবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে এগিয়ে আসবেন তারা। সবকিছু একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন।’ এই রকম একটি উৎসবের অনেক মূল্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সুন্দর কমিটি হবে আশা প্রকাশ করে নির্মাতা ও অভিনেতা আবুল হায়াৎ বলেন, ‘তারা (কমিটি) সবার বিপদে-আপদে এগিয়ে আসবে এই প্রত্যাশা করি। আর নির্বাচনের পরিবেশ খুবই ভালো। এসে ভালো লাগছে।’
শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই নির্বাচনে শিল্পীদের ভোট নেয়া শেষ হয় বিকাল পাঁচটায়। ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হবে। মোট ৭১৫ জন ভোটারের মধ্যে বেশির ভাগ ভোটই কাস্ট হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ২১টি পদের জন্য ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহাসীন।
অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মোট চারজন। তারা হলেন- শহীদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডি এ তায়েব ও গোলাম মোস্তফা। অন্যদিকে তিনটি সহ-সভাপতি পদের জন্য লড়েন আজাদ আবুল কালাম, তানভিন সুইটি, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন, জাহিদ হোসেন শোভন ও রফিকুল্লাহ সেলিম।
আর সাধারণ সম্পাদকের পদের জন্য লড়েন আহসান হাবীব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অভিনেতা আনিসুর রহমান মিলন, রওনক হাসান, সুমনা সোমা ।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেতা শহিদ আলমগীর ও লুৎফর রহমান জর্জ।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি ও শিরিন বকুল; তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে হিল্লোল ও অনি, দফতর সম্পাদক পদে শামস সুমন, তানভীর ও আবদুল হান্নান;
অর্থ সম্পাদক হিসেবে তানিয়া আহমেদ একাই প্রার্থী। প্রচার সম্পাদক পদে উর্মিলা শ্রাবন্তী কর, শাহারিয়ার নাজিম জয়।
এ ছাড়া কার্যনির্বাহী সাত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্জন আজাদ, নকুল কুমার মণ্ডল, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, মুকুল সিরাজ, নওশীন নাহরীন মৌ, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল প্রমুখ।
শিল্পী সংঘ প্রতিষ্ঠা হয় ২০০২ সালে। প্রথম কমিটির সভাপতি ছিলেন ফেরদৌসী মজুমদার এবং সাধারণ সম্পাদক ছিলেন তৌকীর আহমেদ।