নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের বাণিজ্য অনুষদের দিনব্যাপী স্প্রিং-২০১৭ ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, এসএ টিভির চিফ অপারেটিং অফিসার সৈয়দ সালাউদ্দিন জেকী, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম ও কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশের নাম তুলে ধরবেন।’
ওরিয়েন্টেশন শেষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন