চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গনে বুধবার সকাল ১১ টায় গ্রীস্মকালিন প্রনোদনা মৌসুম-২০১৭ ইং এর আওতায় চাষীদের মাঝে বীনামূলে তিল ও মুগ ফসলের বীজ সহ সার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত সার বীজ বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসরাম বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। ফরিদপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ নুরুল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সাব বীহ বিতরন অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মোঃ সিরাজুল ইসলাম।
জানা যায়, গ্রীস্মকালিন প্রনোদনা মৌসুমে তিল ও মুগ আবাদের জন্য উপজেলার মোট ১৮৫ জন কৃষকের মাঝে বিশেষ গ্রেডের বীজ ও সার বিতরন করা হয়েছে। প্রতি কৃষককে ১ কেজি তিল বীজ, ৫ কেজি মুগ বীজ ও ৩০ কেজি করে সার সহ ১৫৫ জন কৃষকের মাঝে মোট ৩ মন ৩৫ কেজি তিল বীজ, প্রায় ২০ মন মুুগ বীজ ও সাড়ে ৪ মে.টন. ১৫০ কেজি সার বিতরন করা হয়। এসব সারের মধ্যে এমওপি ও ডিওপি সার রয়েছে।