ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদল আলফাডাঙ্গা উপজেলা শাখার দুই নেতা আওয়ামী যুবলীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
মঙ্গলবার রাত ৮টায় আওয়ামী লীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে যুবলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- যুবদল আলফাডাঙ্গা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. আবিদুর রহমান ও সাবেক সদস্য মো. খায়রুল ইসলাম রনি।
যোগদান সভায় আওয়ামী যুবলীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন।এ সময় ফরিদপুর জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ড সদস্য মোসা. বিউটি বেগম, যুবলীগ নেতা কামরুজ্জামান কদরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলফাডাঙ্গা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. আবিদুর রহমান ও সাবেক সদস্য মো. খায়রুল ইসলাম রনি জানান, জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তা দেখে তারা মুগ্ধ হয়ে যুবলীগে যোগদান করেন।