ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে অবস্থিত বেগম শাহানারা একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন একাডেমি কর্তৃপক্ষ। এরপর শুরু হয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর দিনব্যাপী এ জমকালো ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকের মন কেড়ে নেয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এজি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান মিয়া।
বেগম শাহানারা একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও আলফাডাঙ্গা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন। বক্তব্যে তিনি শিক্ষিত সমাজ গড়ে তুলতে আগামী পাঁচ বছর বেগম শাহানারা একাডেমিতে কোনো শিক্ষার্থীকে বেতন দিতে হবে না বলে ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকিবুল হাসান পুটু মিয়া, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিয়ার রহমান মঞ্জু, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল বাশার মিয়া, ফরিদপুর জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ডের সদস্য মোসা. বিউটি বেগম, উপজেলা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সোলাইমান আহম্মেদ, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সহাসচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বেগম শাহানারা একাডেমির অধ্যক্ষ অমর কুমার দাস ও পরিচালক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, এজি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান মিয়া।