ফরিদপুর প্রতিনিধি: চৈত্র মেলা, বৈশাখী মেলা, লালন মেলা, জসীম মেলার মত দিন দিন জনপ্রিয় হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেল। দেশীয় সংস্কৃতি তুলে ধরতে যেমন সারা দেশে বিভিন্ন সময় নানান মেলার আয়োজন করা হয়। সেই মেলা গুলো মানুষের কাছে যেমন আকর্ষনীয় সম্প্রতি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সৃষ্টিশীল কাজের সেবা নিয়ে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রতি সকলের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। রবিবার বিকালে শহরের অম্বিকাময়দানের মেলা তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক(প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয় ও এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার বিনির্মানে মানুষকে এই সেবা সম্পর্কে জানাতে হবে ও সবাইকে বুঝতে হবে। বর্তমান সরকারের উদ্যোগে গত ছয় বছর প্রতিটি জেলা ও উপজেলাতে এই মেলার আয়োজন করা হচ্ছে। ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহও উৎসাহ ও আগ্রহের সাথে বর্তমানে এই মেলাতে অংশ নিচ্ছে। পুলিশ বিভাগ, প্রশাসনিক কর্মকান্ড, পাসপোট অফিস, ভুমি অফিস, বিভিন্ন অফিস-আদালতসহ সব জায়গায় ডিজিটাল পদ্ধতিতে সেবা বেড়ে চলেছে।
জেলা প্রশানের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ জেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।পরে মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা ও মেলায় অংশগ্রহনকারী স্টলের মধ্যে বিজয়ীদের কে পুরস্কৃত করা হয়।
তিনদিন ব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলাতে সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ডিজিটাল সেবামূলক কর্মকান্ডের তথ্যের স্টলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন ডিজিটাল সেবামূলক প্রতিষ্ঠানের ৩০টি স্টল ছিল।