আলফাডাঙ্গা প্রতিনিধি: আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা হাটিপাড়া গ্রামে গত ১৮ জানুয়ারী প্রায় ৮০ বছরের পূরনো কবরস্থানের প্রায় ১২ হাজার টাকার মূল্যের ১টি মেহগুনী গাছ ক্ষমতার দাপটে গায়ের জোরে কেটে ফেললেন গাছ খেকো মিরাজ। সে টিটা হাটিপাড়া গ্রামের কালন খানের পুত্র।
জানা যায়, টিটা হাটিপাড়া ৫৩ নং মৌজার ৭০৭ নং দাগের ২১ শতাংশ জমিতে অবস্থিত কবরস্থানে থাকা গাছটি কাউকে না বলে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় হেমায়েত মোল্যা, আবজাল শেখ, রমজান ফকির সহ এলাকার লোকজন বাধা দিলে গাছ ফেলে রেখে সে পালিয়ে যায়। এ ব্যাপারে এলাকা বাসীর পক্ষে হেমায়েত মোল্যা বাদী হয়ে মিরাজকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে থানার এস আই মো. মাসরুল আলম ঘটনাস্থল পরিদর্শদন করেন। এ ব্যাপারে বাদী হেমায়েত মোল্যা ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানতে চাইলে মিরাজ খান বলেন, আমার প্রয়োজনে উক্ত গাছটি কেটেছি।