রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. সেকেন্দার আলমকে সভাপতি ও দৈনিক খবরের মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’-এর প্রতিনিধি ও নিউজ অব আলপাডাঙ্গার সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম নাঈমকে দপ্তর সম্পাদক করে দুই বছরের জন্য আলফাডাঙ্গা প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ১৯৮৫ সালে স্থাপিত আলফাডাঙ্গা প্রেসক্লাবের উপজেলার কলেজ রোডে অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে ও বাংলদেশ সময় প্রতিনিধি মো. কামরুল ইসলামের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় কন্ঠ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু (আমাদের আলফাডাঙ্গা) ও আব্দুল মান্নান আব্বাস (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির (খবর পত্র), অর্থ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন (দৈনিক দিনকাল), সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (বাংলাদেশ সময়), প্রচার সম্পাদক হারান মিত্র (সময়ের ভাবনা), ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম (আমাদের আলফাডাঙ্গা), সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন (সময়ের বাংলা), সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন (দৈনিক ঠিকানা), সমাজ কল্যাণ সম্পাদক মিয়া মো. মুরাদ হোসেন (আলোর জগত), আন্তর্জাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল (দৈনিক কুমার), আইন সম্পাদক অ্যাড. মিরাজ শরীফ (অপরাধ চক্র), কার্যকরী সদস্য এসএম কোবাদ হোসেন (নয়া দিগন্ত), সেলিম রেজা লিপন (যুগান্তর), কাজী আমিনুল ইসলাম (সমকাল), এসএম শফিকুল ইসলাম (ভোরের আলো), মো. বাশারুল বারী (এশীয়া বাণী), তৈয়বুর রহমান কিশোর (আলোকিত সময়), তাইজুল ইসলাম টিটন (বাংলার নয়ন), এটিএম মুন্নু মিয়া (নাগরিক বার্তা), তাজমিনুর রহমান তুহিন (সময়২৪), অয়ন কুমার বিশ্বাস (কালের বাণী) ও মো. ইকবাল হোসেন (সাপ্তাহিক রোববার)।