কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রামের মাদ্রাসার পাশে মাদকসেবীদের আড্ডা স্থল প্রশাসনের তরফ থেকে ভেঙ্গে দেওযায় ওই এলাকার একটি বাড়িতে আগুনসহ অন্য বাড়ি ঘড়ে ভাংচুর ও লুটপাট করেছে মাদকসেবীরা।মাদকসেবীরা মঙ্গলবার সকালে বাদশা মিয়ার বাড়িতে আগুন দেয়। এছাড়া গতকাল সন্ধ্যার দিকে মন্নু মিয়ার বাড়িঘড়ে হামলা ও লুটপাট করে তারা।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, প্রশাসনের তরফ থেকে ওই এলাকার মাদ্রাসার পাশে অবস্থিত একটি বসের মাচা ভেঙ্গে দেওয়া হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে দূস্কিতিকারীরা আগুন ও হামলা চালায় বলে জানতে পেরে পৃলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।