এ মেলায় সরকারি ও বেসরকারি ৪০টি দপ্তরসহ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস’ ও পাঠকপ্রিয় সাপ্তাহিক ‘এই সময়’ এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন অংশগ্রহণ করেছে। মেলায় প্রতিটা স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।
‘ঢাকাটাইমস’ ও ‘এই সময়’ এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের স্টলে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টলে সাজসজ্জা প্রশাসনসহ মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমানসহ দর্শনার্থীরা ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ কোনো পক্ষপাতিত্ব না করে সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে প্রকাশ করায় সংবাদমাধ্যম দুটির ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন আলফাডাঙ্গার উন্নয়নে আধুনিক শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা, অসচ্ছল নারী-পুরুষদের চিকিৎসা সেবায় সহযোগিতা করা, দারিদ্রদের আইনি সহায়তা প্রদান, দরিদ্র নারী-পুরুষ ও শিক্ষিত বেকার জনগোষ্ঠর কর্মসংস্থান, মানসম্মত স্বাস্থ্যসেবা, ঈদগাহ, কবরস্থান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক ভূমিকা রাখায় ব্যাপক প্রশংসা করেন তারা।