স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলার ৬ ইউনিয়ন নিয়ে গঠিত ৮নং ওয়ার্ড নির্বাচনী এলাকা থেকে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী শেখ শহীদুল ইসলাম শহীদ মিষ্টি নিয়ে তার দুই প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা হলেন- এ কে এম জাহিদুল হাসান জাহিদ ও অপর প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া।
শেখ শহীদুল ইসলাম কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সচিব।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশিষ্ট সমাজ সেবক, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে অবস্থিত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়ার বাসায় যান। এ সময় নূরুল বাশার মিয়া তার বাসায় শেখ শহীদুল ইসলাম শহীদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।এসময় আরিফুর রহমান দোলনকে এ বিজয় উৎসর্গ করে ফুলের মালা পরিয়ে দেন শেখ শহীদুল ইসলাম শহীদ।
পরে দুপুর ১টার দিকে সদর ইউনিয়ন অফিসে প্রতিদ্বন্দ্বী এ কে এম জাহিদুল হাসান জাহিদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় এ কে এম জাহিদুল হাসান জাহিদ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।
শুভেচ্ছা বিনিময়কালে সবার সহযোগিতা চেয়ে শেখ শহীদুল ইসলাম জানান, আরিফুর রহমান দোলনের দিকনির্দেশনায় স্থানীয় সরকারকে শক্তিশালী করাসহ সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন ও ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকারের উন্নয়নমূলক কাজ করবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা গোলাম শফি, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক সুফিয়া বেগম রোজী, আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মামুন অর রশীদ, ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।