ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘নেগেটিভ শয়তান’ মঞ্চস্থ হয়েছে।
উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজার সংলগ্ন মাঠে এই নাট দর্শককে যেন ফিরিয়ে নিয়ে যায় ৭১ এর মুক্তিযুদ্ধে।
জয়দেবপুর বন্ধু সংগঠন এর আয়োজনে সাজ্জাদুর রহমান এর রচনায় ও মানোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন, জাহিদ, জসিম, রিয়াজ মুস্তাফিজ, মুজিব, মেহেদি, শিমুলসহ আরও অনেকে।
মহান মুক্তিযুদ্ধ পরবর্তী-পরাজিত শক্তির আস্ফালন, দম্ভোক্তি, ও তাদের নানান অন্যায় অসঙ্গতির গল্প নিয়ে সাজানো মুক্তিযুদ্ধের এই নাটক দেখতে কনকনে শীতে রাতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষের ছিল উপচেপড়া ভিড়। দর্শক এই নাটক দেখে চোখের জল ধরে রাখতে পারেনি। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র দেখে আবেগাপ্লুত।
রাতের এই অনুষ্ঠানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
মোঃ জাকির হোসেন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, আলফাডাঙ্গা থানার এস আই মো. মাসরুল আলম, সহকারি আইনজীবি মো. জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য সার্জেন্ট (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, দপ্তর সম্পাদক ও ‘ঢাকাটাইমস’ প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সমাজ সেবক মুসাররফ হোসেন মুসা, ‘আলফাডাঙ্গা পেজ’ এ্যাডমিন শুভংকর শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
আলফাডাঙ্গার জনপ্রিয় ফেসবুক পেজ ‘আলফাডাঙ্গা পেজ’ ফেসবুকে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে।