আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের স্বর্ণ ব্যবসায়ী লক্ষী নারায়ন জুয়েলার্স এর মালিক রঘুনাত বিশ্বাসকে স্বর্ণ চোরাচালনের সাথে জড়িত থাকার অপরাধে আটক করে কোর্টে প্রেরণ করেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশ।মঙ্গলবার চোরাচালান বিষয়ে ১৯৭৩ সনের বিশেষ আইনে রঘুনাত বিশ্বাসকে কোর্টে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর সোমবার দিনগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাসষ্টান থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশ অভিযান চালিয়ে রঘুনাত বিশ্বাসকে আটক করে। এসময় তার কাছ থেকে মোট ২৯ ভরি ৯আনা স্বর্ণ (আড়াইটি স্বর্ণের বিস্কুট, দশটি স্বর্ণের চেন, দশটি আংটি, পাঁচটি রকেট) উদ্ধার করা হয়। যার আনুমনিক মূল্যে-১২লক্ষ টাকা। আটক করে ঐদিন রাতেই কাশিয়ানী থানা পুলিশ বাদী হয়ে রঘুনাত বিশ্বাসের বিরুদ্ধে চোরাচালান বিষয়ে ১৯৭৩ সনের বিশেষ আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১৫,১৯/১২/১৬ইং।