আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্ধ ইউনিয়নের টিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেছে স্থানীয় ফয়সাল বাহিনী। রবিবার বিদ্যালয়ের নতুন বিল্ডিং নির্মানের কন্ট্রাক্টর মানব সাহা এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা য়ায়, উপজেলার টিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর কাজ শুরু করলে স্থানীয় মিজান মিয়ার ছেলে ফয়সাল মিয়া(৩০), বকুল মিয়া(২২), আলী মিয়ার ছেলে নাছির মিয়া(২৬), মৃত জিলে মোল্যার ছেলে আজম মোল্যা(২৬), জাপান মুন্সীর ছেলে সবুজ মুন্সী(২৭), কুবাদ ঠাকুরের ছেলে মিথুন ঠাকুর(২৫), ইকু মোল্যার ছেলে হায়দার মোল্যা গত ১/১২/১৬ইং তারিখে দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এসে কন্ট্রাক্টর মানব সাহার ম্যানেজার অমল মন্ডলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ঐ সময় টাকা দিতে অস্বীকার করলে ফয়সাল কাজ বন্ধ রাখার হুমকি দেয় ও তাদের টাকা না দিয়ে কাজ করলে শ্রমিকদের খুন করে পাশের মধুমতি নদীতে ভাসায় দিবে বলে চলে যায়। পরে শনিবার (০৩-১২-১৬) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফয়সাল বাহিনী বিদ্যালয়ের মাঠে নতুন ভবন নির্মাণ শ্রমিক ও তাদের থাকার টিনের সাপড়া ঘরে অনাধিকার ও বেআইনী জনতাবদ্ধে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ম্যানেজার অমল মন্ডলের কাছে পুনরায় আবার ১ লাখ টাকা চাঁদা দাবি করে । তখন টাকা না দিলে সন্ত্রাসী ফয়সাল বাহিনী দেশীয় অস্ত্র, লাঠিসোঠা, লোহার রড দিয়ে শ্রমিক ও টিনের ঘরে হামলা চালায়। শোরচিৎকারে আশেপাশে থাকা স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ফয়সাল বাহিনী নগদ ৫৫ হাজার টাকা, একটি ড্রিল মেশিন, একটি বাই সাইকেল, চারটি মোবাইল ফোন, দুইটি রড সোজা করার হ্যান্ডেল, একটি মটর, কাজের মহিলার কানে থাকা ৬ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল লুট করে নিয়ে য়ায়। এসময় কমপক্ষে ৫জন আহত হয়। আহতদের মধ্যে শ্রমিক মো. রকিব মিয়াকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে ফয়সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নী । জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।