আলফাডাঙ্গা প্রতিনিধি: স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং অনলাইনে ‘কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন রিজিয়া’ শিরনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ৭২ ঘন্টার মধ্যে বয়াস্ক ভাতা পেলেন রিজিয়া বেগম। সংবাদটি প্রশাসনের নজরে আসলে সোমবার উপজেলা নির্বাহী অফিসার বৃদ্ধা নুরজাহান ওরফে রিজিয়া বেগমকে ডেকে তার কার্যলায়ে হাজির করে বয়স্ক ভাতার কার্ড (বই নং-৬৬৯/১) তার হাতে তুলে দেন । এ সময় উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ কুমার বিশ্বাস সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা পাঁচ সন্তানের জননী বিধবা এই নারী রিজিয়া অভাবের সংসারে মধুমতি নদীর চরে টিনের ছাপড়া করে বসবাস করে। গত ২৭ নভেম্বর অনলাইন ও জাতীয় পত্রিকায় উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসার পর অসহয় বৃদ্ধা রিজিয়ার ভাতার কার্ডটি প্রদান করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ঐ বৃদ্ধার কথা জানতে পারি। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় বৃদ্ধা রিজিয়াকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করার সিদ্ধান্ত হয়।