লফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বুড়াইছ ইউনিয়নের ফলিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পাশের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ফলিয়া গ্রামের মৃত খোরশেদ শেখের পুত্র মো. মনিরুজ্জামানের ৪ চালা টিনের সেমিপাকা বসতঘরে আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা নগদ অর্থসহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে মো. মনিরুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, বসতঘর, নগদ অর্থ, ফ্রিজ, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে তার অনুমান ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।